কবিতা – চিরকালের প্রেম

লাবিব মাহফুজ

তুমি নাই বা এলে, নিকটে আমার
থাকো দুরেই, দুর সুদুরে,
তুমি না দিলে ধরা, নয়নে আমার
চোখের চাতক, থাকি সাগর পাড়ে।

পূজার দেউলে মম, নাই বা জ্বলিলে
না দিলে ধরা, বাহুর বাঁধনে,
অধরে আমার নাই পরশিলে
নাই বা আসিলে বুকের, কনক কাননে।

যা নিতি ক্ষয়ে যায়, যা নিতি পর হয়
সেই দেহের আলিঙ্গনে তোমায় ধরিবো না সখা,
আমি চাই চিরতরে, তব পরশ পাইবারে
মহাকাল বুকে লিখিতে মোদের প্রণয় ভাগ্য লেখা।

শ্বাশত হোক এ প্রেম মোদের
প্রণয় সিন্ধু তীরে,
এ প্রেম চিরকালের হোক, দেহেতে নয়
আমার প্রাণের পরে।

রচনাকাল – 11/02/2017

আপন খবর