লাবিব মাহফুজ
আমি মেঘের সুরে গল্প বলি আধার রাতের কাছে!
ভোর হবে না! তাই নিশিথে দীপ জ্বালি গো মিছে!
বয়ে যাওয়া নিশিথীনির
গভীর ব্যাথিত বুকের কারুকাজ
অবাক বিস্ময়ে হেরিতেছি আমি!
কত জন্ম, কত মরণের
কত প্রেম, কত বিরহের এপিটাফ জমা হয়ে আছে।
কত হিমগিরি, কত অশ্রুপ্রপাত এ রাতে
নিরবে ঝরিতেছে!
আমি দেখে যাই আধারের ক্যানভাসে আঁকা
কত যুগের, যুগান্তরের, কত কালের কাললিপি!
কত সুখ দুঃখে, কত আধার আলোকে হিমপ্রবাহে ভাসিতেছে!
আমি গেয়ে যাই গান, যে গান নিয়তি, সারা নিশি গাহিতেছে!
রচনাকাল – 14/10/2017