লাবিব মাহফুজ
হে প্রভু, বিতরো তব মহাপ্রেম মোরে
সকল ভয় ক্রোধ ঘৃণা অপসারি,
দাও মোরে দাও তব মহাপ্রেম সুধা
দাও ভক্তি নত শিরে, তব শ্রীকর উজাড়ী।
দাও প্রাণে প্রেম দাও আশীষ, অঞ্জলী হেম দাও
দূরিত করে মোর আলস্য, ভ্রান্তি,
মোরে অনুরাগ দলিত করো হৃদয় কুসুমে ভরো
দিয়ে তব সুদর্শন, লাবণ্য কান্তি।
ঈশ্বর, তব মহিমাধারা বহাও নিতি
আমার প্রাণের প্রতি পরতে পরতে,
দয়াময়, মোর তরে হানো দয়াবান
সকল আধার বিদুরী মোর, জীবন প্রভাতে।
মোরে দাও ভালোবাসা সবারে ভালোবাসিবার
উদগ্র আশা, ভালোবাসা। যেনো ভালোবেসে যাই,
যেথা আছে প্রেম, আছে প্রীতি, সোর্হাদ্য ধারা
সেথা যেনো অনিঃশেষে নিজেরে বিলাই।
প্রভূ, দাও মোর শূন্য ডালি পূর্ণ করে
তোমার অনন্তে মোরে নাও, সঙ্গী করে। যেনো ভালোবাসি,
যেনো ভালোবাসা তরে- বারবার, তোমা পানে
ফিরে ফিরে আসি।
রচনাকাল – 11/10/2018