সংগীত – অধম গুনাহগার মা গো সন্তান তোমার

লাবিব মাহফুজ

অধম গুনাহগার মা গো, সন্তানও তোমার
নাছুতও দরিয়া মাগো, তরীতে করিও পার।

পারঘাটাতে তুমি বিনা মা পারের উপায় নাই
কৃপা করে অভাগারে, তরীতে দিও ঠাঁই।
অবোধ সন্তান আমি গো মা, না করিও পর।

সন্তানের মুছিবত কালে মাগো, কেমনে রইলি ভূলে
পারবিকি মা ছেড়ে যেতে, ডুবাতে অকূলে।
মা তোর দয়া বিনা দুই কূল আমার হবে যে আধার।

দয়ার সাগর মা গো তুমি, দয়া করো মোরে
তোমার তরীতে উঠাইয়া নিও, মাওলাও দরবারে।
অবোধ ছেলে লাবিবেরে, দিও তরীরও কিনার।

রচনাকাল – 28/06/2015

আপন খবর