কবিতা – আমিত্বের কারাগার

লাবিব মাহফুজ

আমি তোমা তরে প্রভূ, বিলাইব মোরে
সদা তোমাতে রহিব মিশে
আমার পরানও দুয়ারে, বসাইব তোমারে
রাখিবো তোমারে হৃদয়ও আকাশে।

আমি ত্যাজিবো আমার ক্ষুদ্রতা সকল
খুলিবো প্রাণের মুক্তির দ্বার
আমি নাশিব সংশয়, ভাঙিব সদর্পে
আমিত্বের কারাগার।

আমি আনিবো তোমারে আমাতে প্রভু
তব চরণে মোরে করিয়া ফানা
অস্তিত্বে আমার প্রভু অটলিত রও
পুরাও হে দয়াময়, আমার প্রার্থনা।

রচনাকাল – 20/10/2017

আপন খবর