সংগীত – আমি চিনেছি চিনেছি দয়াল

লাবিব মাহফুজ

আমি চিনেছি চিনেছি দয়াল, এই মানুষে রূপ তোমার
প্রকাশ সকল রূপ রস গন্ধে, মানুষ রূপে হও স্বাকার।

এই মানুষের হৃদকমলে, বসত তোমার মর্মমূলে
নিত্য শুদ্ধ স্বভাব পেলে, আপনারে করো জাহির।

অনাদী তুমি পরমগতি, মানুষ তত্ত্বে করো বসতি
মানুষপদ্মেই প্রেম প্রণতি, করলে দর্শন হয় খোদার।

পরম তত্ত্ব প্রাপ্ত হতে, ভক্তিনত হও মানুষেতে
লাবিব বলে ভক্তিসাথে, মানুষ চরণ করো সার।

রচনাকাল – 08/08/2020

আপন খবর