লাবিব মাহফুজ
কেউ বলুক – ভালোবাসি
কোনো ভূমিকা, কারণ কিংবা ভণিতা ছাড়াই!
শুধু বলুক, ভালোবাসি! আলোয় আলোয়
অন্ধকারে অন্ধকারে- তরঙ্গিত হোক –
ভালোবাসি!
হৃদয়ের সদর মহল থেকে প্রাণের অন্দরমহল অব্দি
প্রবাহিত হোক একটি হিমশীতল অনুভূতি –
ভালোবাসি!
এতটা যাতনায় ভালোবাসি গো
ভালোবাসা পাই বেদনাতে,
এতটা বিরহ বুকে পুষে রাখি গো
তোমারে পাওয়ার বাসনাতে!
রচনাকাল – 17/05/2019