কবিতা – বন্ধন

লাবিব মাহফুজ

যদি কভূ চলে আসতে না হতো
কেউ একজন জোর করে
রেখে দিতো কঠিন বাহু বন্ধনে –
যদি চিরকাল থেকে যাওয়া যেতো
ভুলে সব বিদায়ের সকরুণ পথ –
বিস্মৃতির অতল তলে, অনুভবে, সমর্পণে!

যদি কেউ একান্ত অনিচ্ছায়
অথবা কিছুটা করুণায় –
অথবা অবহেলায় রেখে দিত- আমায়!
দূর্ণিবার নিবেদনের অতৃপ্ত কামনা মোর
হয়তো পথ খুঁজে পেতো- কারও ছায়াতলে
একটু পালাবার!

নিজেরে লয়ে পথে পথে ছুটে চলি, বিক্রি হবো বলে!
নিজেরে কারো হাতে তুলে দিয়ে
ভেসে যাবো সূদুর মহাকালে!
প্রেমিকের কাছে প্রেম চাইতে সাহস হয় না
চাই – করুণা! একটু মায়াভরে,
হাতদুটো বাড়িয়ে দিয়ে টেনে নিতো কেউ বুকে!
“যেতে দিবো না” বলে উঠতো কেউ কানে কানে –
আমি চিরকাল – নূপুর হয়ে ওগো
বাজিতাম তাঁর- চরণে চরণে!

রচনাকাল – 14/11/2020

আপন খবর