লাবিব মাহফুজ
আমার প্রণয় সাঁঝের প্রার্থনাতে
প্রাণ সাজালে তুমি –
আবীর গুলাল ছড়ালে হিয়ায়
স্বর্গ হতে নামি!
আমার সাঁঝের কাব্যে সুর সাধিলে
এনে শ্রীরূপ! প্রণমী!
আমার নিত্য চিত্তভূমি –
বাজে অস্তপাড়ে ভৈরবী তান –
দীপক পঞ্চমী!
হেরী শ্রীরূপ – প্রণমী!
রচনাকাল – 18/11/2020