লাবিব মাহফুজ
একদম অসময়ে – যদি
ধুলোজমা স্মৃতি-বিস্মৃতির আলোআঁধারি থেকে
হঠাৎ ডেকে উঠি! প্রিয় বলে!
খানিক ফিরে তাকাইও!
করুণ-সজল আঁখির
পলকপরশ বুলিয়ে নিও –
আমার বিধ্বস্ত দেহমনে!
নাইবা ফিরিলে! একটু আনমনে – বলিও
আহা… আমার জীবনযন্ত্রনার পাণ্ডুলিপি
দুটি অক্ষরে সমাপ্ত হবে – আহা…
রচনাকাল – 14/10/2020