লাবিব মাহফুজ
যতনে আমায় যাতনে ভাসায়, এমন বান্ধব কে?
মরমে আমায় নিয়ত মারে, এমন বান্ধব কে?
সুখ বাতায়নে ব্যাথা সমীরণ, আনে সে সখা কে?
সদা মম প্রাণে দারুণ দহন, জ্বালে সে সখা কে?
সে বাঁধিয়া আমায় বিরহ পাশে
এক সুনীল আকাশ, মেঘেতে গ্রাসে
গোধূলী হারায়ে আধার সকাশে –
আনে নিতি ব্যাথাভোর! সে আমার চিতচোর!
রচনাকাল – 15/01/2020