সংগীত – আমিতো গড়েছি তীর্থ আমার

লাবিব মাহফুজ

আমিতো গড়েছি তীর্থ আমার
হৃদয় কনক দেউলে,
সাজায়েছি তব আরতীর ডালি
মরমও পিদিম জ্বেলে।

আমি আকুলও হৃদয়ে, তব শ্রী চরণে
অর্ঘ্য দিয়েছিনু যে প্রাণ,
আজ সে প্রাণখানি, পেয়ে মহাপ্রেম
শাশ্বত তোমাতে লয়েছে স্থান।
আজ পেয়েছি তোমারে, হৃদয় মঞ্জরে
ফিরিয়াছি তব ক্রোড়ে, জগৎ ভুলে।

তব প্রতি প্রভু, প্রেম ভক্তি সুধা
লভিয়াছে আজ মোর প্রাণ,
আজ পূর্ণ আমি, পেয়েগো তোমারে
জগতে সকলই আজ মোর তীর্থস্থান।
আমি পেয়েছি তোমারে মোর মরমও মন্দিরে
সদায় পূজিবো তোমারে, হৃদি শতদলে।

রচনাকাল – 11/10/2017

আপন খবর