লাবিব মাহফুজ
হৃদয়ের দ্বার রুদ্ধ করে দিও না
পাঠ করো সে মহিমান্বিত কিতাব,
জীবন্ত কিতাব।
প্রতিটি মুহুর্তে। জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে।
কোরান, পঠিত হোক, জীবন থেকে জীবনে
প্রিয়’র মতো, প্রিয়তমার মতো!
কখনো উন্মত্ততায়, কখনো নিঃশব্দে।
পঠিত হোক কোরআন, শ্বাস-প্রশ্বাসে
কখনো ভালোবাসায়, কখনো বা বিরহে!
অনুভুতির প্রতিটি অলি-গলিতে!
উচ্চারিত হোক আল- কিতাব!
যেখান থেকেই তার উৎপত্তি!
কোরান, পাঠ করো, প্রিয়জনের স্পর্শে!
হাতের মুঠোয় জড়িয়ে নিয়ে হাতখানি!
অথবা কপোলে আঁকা চুম্বনদৃশ্যের গভীরতায়!
অথবা বুকে মাথা রেখে শুনে নাও
জগতের শ্রেষ্ঠ কোরান তেলাওয়াত!
ভালোবাসায়, এঁকে নাও কোরানের ক্যালিগ্রাফি
হৃদয়ের পরতে পরতে! অনুভুতির দেয়াল জুড়ে!
পড়ে নাও মহিমান্বিত গ্রন্থ! প্রিয়জনের চোখে চেয়ে!
নিজের মূর্খতার প্রদর্শনীতে, কোরান কে আর টাঙিয়ো না
একটি বার শুনে নাও, বন্ধুর হৃদস্পন্দনে নিয়ত পঠিত হচ্ছে
আল – কোরান। আল – কিতাব!
একটি বার প্রিয়জনের হাতে হাত রাখো।
দেখো, তোমার চারধারে নিযুত আল কাবা!
প্রতিনিয়ত বেজে চলেছে আয়াত সমূহ চারধারে!
ভেতরে, বাহিরে। ইচ্ছা-অন্ধ হয়ে আর কত?
পাষান প্রাণে তুমি কখনোই খুঁজে পাবে না
কোরান কিতাব অথবা বাইতুল্লাহ!
হৃদয়ের দ্বার রুদ্ধ করো না!
একটি বার ভালোবাসো! শুধু ভালোবাসো!
জগতের সকল রহস্য তোমারেই প্রদক্ষিণ করছে প্রতিনিয়ত!
রচনাকাল – 19/02/2020