লাবিব মাহফুজ
মদের পিপা, সূরাপাত্র
শারাবখানায় শুণ্য ফের,
নাই দ্রাক্ষালতা সাকীর হাতে
ফাঁকির বাধন, দীল কারার!
শিরাজীর ঐ গোলাবকুঞ্জে
হোক আবার তূতীর গান গাওয়া,
সাকী আবার তন্বী সূরায়
মাতিয়ে তুলুক এ দীল ছাওয়া!
জাগুক আবার বাঁশির বিলাপ
গুলিস্তাঁনে সুরের স্রোতে,
আমি মাতলামির ঐ বোররাক চেপে
ছুটবো আবার রাত বিরাতে!
রচনাকাল – 13/03/2019