লাবিব মাহফুজ
গভীরও নিশিথ মাঝে নয়নও মেলে
খুঁজি গো তোমারে প্রভু, খুঁজি গো নিরলে।
আমারো মনেরও শত দরজায়
জাগিয়া রয়েছো প্রভু, হৃদয়ও সভায়।
জাগাইয়া রাখিতে আমারে সদায়
দিবস, নিশিথে, হৃদয় শতদলে।
যেদিকে তাকাই প্রভু মুরতি তোমার
খুঁজিতে চাহিলে জাগো, হৃদয়ে আমার।
কানে কানে বলো এসে, নই আমি বাহিরের
রহি সদা ভেতরে, হৃদয় মূলে।
রচনাকাল – 30/04/2019