সংগীত – বিরহ অনলে রে বন্ধু, জ্বলি নিশিদিন

লাবিব মাহফুজ

বিরহ অনলে রে বন্ধু, জ্বলি নিশিদিন
আর কত কাঁদাবি আমায়, ঝড়াবি নয়ন।

হৃদয়ও বাসরে তোরে যতনও করে
সাজাইয়া রেখেছিলাম প্রেমও পুষ্প ভোরে।
পর ভাবিলি তবু মোরে, না হইলি আপন।

কত সাধের এ জীবনে মনে ছিল আশা
রেখে তোরে হৃদ মঞ্জরে, মিটাইবো তিয়াসা।
না বুঝে হৃদয়ের ভাষা, ডুবাইলি জিবন।

তোরে ভালোবেসে কত স্বপন দেখেছি নিশিথে
তুই ভেঙে দিলি হৃদয় বাসর, পাথরের আঘাতে।
তবু থাকবে লাবিব তোর পানেতে, চেয়ে আমরণ।

রচনাকাল – 10/07/2014

আপন খবর