লাবিব মাহফুজ
অখন্ড মূল পরোয়ারে, নূরের বেসাতী গড়ে
ঝংকারেতে তৈয়ার করে ব্রহ্মান্ড খানা –
অনন্ত এশকের দরিয়ায় ভাসলেন রাব্বানা।
যখন সৃষ্টির হইল আকিঞ্চন, করলেন অঙ্গ হতে নূরের বরিষণ
এক নূর হতে চারের গঠন, মূলে নূর মোহাম্মদ সায়্যিদিনা,
পঞ্চজনায় বিহার করে আরশেতে সর্বক্ষণা।
পঞ্চতারার ফুটাইলে ফুল, পঞ্চরুপে এ ব্রহ্মান্ড করিতে আকুল
নূর-তনে রও সদায় মশগুল, নিগুঢ় ভেদের সে কারখানা,
লাবিব বলে দিব্য জ্ঞানে খুজলে পাবি সে নিশানা।
রচনাকাল – 03/11/2020