সংগীত – দয়াল আমায় করো দয়া দান

লাবিব মাহফুজ

দয়াল আমায় করো দয়া দান
হৃদকমলে আসিয়া আমার, জুড়াও তাপিত প্রাণ।

দয়াল তুমি ধরার রূপ রস গন্ধে
মোহিত রয়েছো আনন্দে,
বিলাইতেছো প্রেমোনিধি
যে হয় তোমার ভক্তজন!
আমায় ভক্ত বলে কবুল করে
দাও শিরেতে শ্রীচরন।

দয়াল তোমার দয়া সর্বলোকে
ব্যাপিত দ্যুলোক ভ্যুলোকে,
আমার শিরেতে সেই করুণাবারি
সদায় করো বরিষন।
লাবিব তোমার চরন ভিখারী
চরনেতে দাও স্থান।

রচনাকাল – 19/02/2020

আপন খবর