সংগীত – তব দাস হয়ে প্রভু

লাবিব মাহফুজ

তব দাস হয়ে প্রভূ
রহিব নিতি আমি
তোমারই রাঙা শ্রী চরণে –
আলোতে কি আধারে নিকটে কি দূরে
সদাই রহিব প্রভু তোমারই ধ্যানে।

যে মহিমা ঝড়ে সদা তব চরণও হতে
দূরে বসে হেরী তাহা দিবসে নিশিথে –
নিকটে আসিলে হায়, এ প্রাণ হারায়ে যায়
লুকায়ে তোমারে তাই গড়েছি পরানে।

তোমারে পাইতে প্রভু, তোমারে ছেড়ে
বাহিরের রূপ ত্যাজি পেয়েছি অন্তরে –
মোর ধ্যানের বিজনও ঘরে, রহ তুমি স্বরূপাকারে
পরম প্রভু হয়ে মোর হৃদাসনে।

রচনাকাল – 01/07/2019

আপন খবর