সংগীত – এতটুকু ছোঁয়া পাবো বলে

লাবিব মাহফুজ

এতটুকু ছোঁয়া পাবো বলে
রয়েছি ঠায় দাড়িয়ে তোমার,
অনন্ত জ্যোতির তলে।

জ্যোতিধারা বয়, তব চরনে সদায়
মোরে সে যমুনায়, ভাসাও সর্বক্ষন –
অনাদী কালে, এ অখন্ড ব্রমান্ডলে।
তব কৃপা নদী কূলে, সদা দিও গো শরণ
করে জ্যোতি বরিষণ, করো গো তারণ
যেন গো মরণ ভূলে-
নিরবধি যেনো রহি গো তোমার
অনন্ত জ্যোতির তলে।

রচনাকাল – 17/01/2018

আপন খবর