লাবিব মাহফুজ
মরণও বীণা মোর তোমারী সুরে সুরে
বাজিবে নিরবধী আকুল ধারার,
তোমারী চরণে শরণ, লইতে ত্বরায়।
আধার ভূবনে মোর তোমার জ্যোতি
আনিল নতুন স্বপন ধারা, জ্বালিল প্রদীপ বাতি।
তাতে টুটিল সকল হৃদি কোলাহল
ফিরিল জীবন তার স্বরূপ মায়ায়।
আজ অমানিশা ভেদী যবে ফুটিল প্রভাত
হেরিলাম চারধারে মূর্ত তোমায়, ত্রিজগৎ নাথ।
আজ অশান্ত বাসনা মোর, সদা চায় রূপ সুন্দর
ও রাঙা চরণে প্রভু রাখিও আমায়।
রচনাকাল – 11/10/2018