সংগীত – কেনো মরলি ঘুরে জনম ভরে

লাবিব মাহফুজ

কেনো মরলি ঘুরে জনম ভরে
কাম কামনার বিষয় জালে,
চিনলে পুরুষ নারী, দেহ বাড়ি –
খুলতো দিব্য আঁখি তোর কপালে!

ওরে মন –
হইয়া আপনি নারী, পরের বাড়ি
করছো রিপুর আরাধনা!
কপাল গুণে পাইয়া তরী
সে তরীতে ঠাঁই নিলেনা!
ওরে কেমনে দিবি ভবপাড়ি
নাই শক্তিরতি শমনকালে!

ওরে মন –
রিপু দাসী হলো যেজন, নারী সেজন
সে স্বর্গধামে, হুর পাবেনা।
হুর হইলো গুরু বরযোখ, হলে পুরুষ
পাবি শ্রী রূপ, চির যৌবনা।
লাবিব বলে পাবি সুধা
রূপ রতিতে ডুব মারিলে!

রচনাকাল – 18/08/2022

আপন খবর