লাবিব মাহফুজ
তুমি থাকো ঐ সিন্ধুপাড়ে
সুদূর নীলিমায়,
আমার আকাশ খেয়া পৌঁছবে কি
তোমার আঙ্গিনায়?
আমি মেঘের ভেলায় বল্গাহারা
সুর বাধিয়া দিলেম,
তুমি সেধে নিও কন্ঠে তোমার
মুশায়রার প্রেম!
রেখো বেঁধে আমার ছন্দগুলো
সেঁজুতি আয়নায়।
সাজায়ে ঝালর-শাখি, আঁখিজলে
জল-সরসী প্রিয় –
আমার কাব্য-পূজার কনক-দেউল
উজল করে নিও।
নিও বন্ধু আমার- চিত্তদাহে
বাণী পূজাময়!
রচনাকাল – 17/09/2020