কবিতা – জয়োৎসব

লাবিব মাহফুজ

হৃদয়ের বিস্তীর্ণ চারণভূমিতে
তুই যথার্থই এক সফল রাখাল!
নিজস্ব স্মৃতিসমূহের শাবক-ছানা
আর আদর-অনাদরের পাল নিয়ে
রাজত্ব করছিস – জীবনকাল!

এ দিগন্তবৃত্তে আর কারো ঠাঁই
আর হলো না! না হোক –
আমার সমস্ত কিছু, তনু-মন-প্রাণ
অস্তিত্বের সকল রহস্য –
শুধু তোর-ই রয়ে যাক!
জীবন জুড়ে – প্রাণের তটে তটে
তোর ই! জয় হোক! জয় হোক!

রচনাকাল – 24/08/2022

আপন খবর