লাবিব মাহফুজ
আমি কেমনে তারে ধরি!
সে যে রূপ-অরূপের লীলা করে
লুকাইয়া নয়নপুরি!
কেমনে তারে ধরি!
কেমনে বাঁধি বাঁধন-হারায়
কেমনে রুধি রুধির-ধারায়
নয়ন-তারায় –
আমার নয়নে যে নয়ন-মনি
তারে নয়ন দিয়া কেমনে হেরি?
সে যে বংশীধারী তমাল-ডালে
কুঞ্জবনে হিয়া-তলে!
মোর দেউলে –
সে ননীচোরায় কোন দূরে আয়
আয়রে ক্ষ্যাপা, ডেকে ফিরি?
যেজন লুকায় আমার নয়ন মাঝে
কোন নয়নে তারে ধরি?
রচনাকাল – 24/12/2022