সংগীত – যাবি যদি মন যমুনা পুলিনে

লাবিব মাহফুজ

যাবি যদি মন যমুনা পুলিনে
বিষয় মায়া মোহ ছাড়ী, আশ্রয় নাও তার শ্রী চরণে।

যমুনার ও কূলে দয়াল, লীলানৃত্তে রয় চিরকাল
তোমার আত্মা হতে সরাও জঞ্জাল
তবেই পাবে দয়াল রূপ দর্শনে।

দয়াল রয় যে নিত্য কদম তলে, বংশীলয়ে লীলার ছলে
গোপী সনে ভাব সলিলে
ডুবে থাকে প্রেম কাননে।

তোমার আত্মার যত আবর্জনা, সাফ করে চেয়ে দেখনা
খুলিয়া জ্ঞান ত্রিনয়না
সাধো তারে রূপ ধিয়ানে।

অধম লাবিব রইল বস্তুমোহে, অনিত্য আর অসৎ আবহে
দয়াল যদি ফিরে না চাহে
কি যে উপায় কাল শমনে।

রচনাকাল – 21/06/2020

আপন খবর