সংগীত – মুরলী ধারী হে যমুনা চারী

লাবিব মাহফুজ

মুরলী ধারী হে যমুনা চারী
আমারি হৃদয় বনে, করোগো বিহার,
শরবাণে বিদ্ধ করো, নয়ন আমার।

ও রূপও জাগাও প্রভু এ আঁখিপাতে
ভাসাও ব্যাকুল মরম, তব প্রেম বারি স্রোতে।
তব ত্রিভঙ্গ সাজ যেন, মৃদঙ্গ তালে
নাচিবে হৃদ যমুনা, চরণে তোমার।

হে প্রভু ধ্যানের এ বিজন ঘরে
চরণও চিহ্ন রাখো হৃদয় বাসরে।
যেন কালনাগ ফনী সম, শিরেতে রয় চরণও
পরশ সুধায় রাঙিবে প্রাণের বাসর।

রচনাকাল – 10/10/2018

আপন খবর