লাবিব মাহফুজ
আমাতে রাখিলে তোমার পূর্ণ পরিচয়
আমি সেই আমারে হারাইয়া, খুঁজে ফিরি বিশ্বময়!
আপনারে পাইতে ফিরে
আসিলাম এই নাসুত পুরে,
পড়িয়া ঘোর পারাবারে
বৃথা গেলো কাল সময়।
আমার আপন মাঝে মূর্ত তিনি
আমাতে হলেন এমকানি,
মাটি বাতাস আগুন পানি
রঙ ধরিলে তিনিত্বময়!
হারাইয়া আমার আমি
অধম লাবিব জগত ভ্রমি,
চিনলে আপন তীর্থভূমি
তীর্থঙ্করের হয় উদয়।
রচনাকাল – 02/06/2023