লেখক – লাবিব মাহফুজ চিশতী
বোধের সীমাহীন দরিদ্রতায় নিমজ্জিত মানবসত্তা যখন নিজেকে হারিয়ে আপন-হারা অস্তিত্ব নিয়ে অকূলে কূল পাবার চেষ্টায় ডেকে ফিরে সংকট নিবারক কে, তখনই ভক্তকূল কে উত্তরণের দায়ভার নিয়ে প্রকট হন মহাপ্রভু। যুগে যুগে তিনি আসেন। জাতিতে জাতিতে তিনি আসেন। তারই হেটে চলা পথের ধূলায় নির্মিত হয় অজস্র পথহারার পথ। পতিত মানবসত্তা খুঁজে পায় মুক্তির দিশা।
প্রভু প্রকট হন পূর্ণতম অস্তিত্বের মধ্যে। সুন্দরতম রূপের মধ্যে। যাকে আমরা বলি ইনছানুল কামেল বা অলী-আউলিয়া বা মুর্শিদ-গুরু। মহাপ্রভু গুরুরূপে ভক্তকূলকে বিলিয়ে বেড়ান মুক্তির অমিয় সুধা। ভক্তকূলকে দীক্ষিত করে তুলেন, “আর যেনো হারাতে না হয় নিজেকে”। চিরকাল মানবীয় মাহাত্ম্যে অধিষ্ঠিত থাকার শিক্ষা তিনি প্রচার করেন মানুষের দ্বারে দ্বারে।
নিজেকে নিজে চেনার, লাভ করার এই মহান শিক্ষা আধ্যাত্ম-মননে ছড়িয়ে দেবার প্রচেষ্টায় তথা আত্মোপলব্ধি ও মুক্তিচেতনা শাণিত করার প্রয়াসে শুরু হয় সুফি ভাবনার কাগজ “আপন খবর” এর পথচলা। কলতা এশকে মাওলা চিশতীয়া দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা বাবাজান হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামীর নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২০১৮ খ্রিস্টাব্দে ত্রৈমাসিক সাময়িকী হিসেবে আত্মপ্রকাশ করে “আপন খবর” । দাদাগুরু হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী এবং মুর্শিদ কেবলার আশীর্বাদ নিয়ে ২০২১ খ্রিষ্টাব্দের জানুয়ারি হতে “আপন খবর” প্রকাশিত হয় মাসিক পত্রিকা রূপে।
একটি বছর পার করলো মাসিক “আপন খবর”। আপন অস্তিত্বে মহাসত্যের উজ্জীবনের প্রয়াসী আত্মাগুলোর তৃষ্ণা যদি এর মাধ্যমে একটুও বৃদ্ধি পায়, তবে আমাদের এ পথচলাকে সফল মনে করবো।
আপনাকে চেনা-জানা তথা আপন খবরের চর্চা চলমান থাকুন যুগ-যুগান্তরে। “আপন খবর” স্বমহিমায় চিরভাস্বর থাকুক সত্যানুসন্ধানীদের চেতনা-মানসে।
জয় হোক সকলের।
রচনাকাল – 01/01/2022
লেখক – লাবিব মাহফুজ চিশতী