লাবিব মাহফুজ
দ্রুতই আসবে সে দিন
আমি উড়ে যাবো আকাশে, একা!
অজ্ঞতার বেলাভূমিতে পড়ে থাকবে
কয়েকটি নাম না জানা পালক!
আমার শায়ক-বেধা রুধির ধারায়
দ্রুত নেমে আসবে গোধূলী! একা!
মাতালদের কারাগার থেকে
আমি দ্রুত পৌঁছে যাবো –
বিষবিহারীর সুনীল তটে! একা!
বহুদূরের একটি পান্থশালায়
নিষ্পন্ন হবে আমার জানাযা, গভীর অন্ধকারে! একা!
আত্মাটি সেরে নিবে মহাপ্রস্থান!
ভূলে যাবে এইসব গোধূলী!
নামহীন প্রণয় পরিণাম!
অযাচিত প্রেমোপাখ্যান! একা!
আমি লিপ্ত হবো হয়তো নীলকন্ঠে মতিহাররূপে!
অথবা বিষ্ণুপদ্মের পদ্মরূপে! একা!
প্রাপ্তি অপ্রাপ্তির বহু উর্দ্ধে
সাত সাত জমিন আসমান পেরিয়েও
দক্ষিণ হাতে স্বর্গ আর বাঁ হাতে নরক বয়ে নিয়েও
আমি থেকে যাবো একা!
ধরার একটি প্রণয়-পরমাত্মীয়
আমার এমন একা করে দিতে পারে!
আমাকে; আমার থেকে!
বন্ধু; পরমাত্মীয় –
তব বাহু বেষ্টনী আমায় একা করেছে ত্রিজগত হতে!
শেষ নিশিথের বুকের আলিঙ্গন –
আমায় নিক্ষেপ করেছে, দিনরাত্রির অভেদ্য অন্ধকারে!
মাত্র একটি ভালোবাসা – আমায়
বিচ্ছিন্ন করে দিয়েছে অনন্ত মহাকাল হতে! একাকীত্বে!
বন্ধু! জগতে যত বেদনাবিধুরতা
আমি চিরকাল বয়ে যাবো! একাকী!
নিরবে! ধূপের মতো! পুড়ে যাবো! নীলকন্ঠে!
তবু – রয়ে যাক একটি আলিঙ্গন! বর্তমানে!
একটিবার – বন্ধু! প্রিয়! সম্বোধন!
আমি এক নিমেষের প্রেমের তরে
এক মহাকাল বিরহ সয়ে রবো!
আবার একটিবার, তারে পাবো বলে আমি –
সকল যাতনারাশি – আপনি সহিবো!
রচনাকাল – 02/02/2020