লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
পরম আমি এই আমিতে
এ প্রাণে তার অস্তিত্ব,
চিরন্তন অনাদীর আদী
এ রূপেই তার মহত্ত্ব।
2.
প্রাণের তৃষ্ণা পরম শান্তি
ফেরদাউসের হুর জান্নাত,
প্রাণের অশেষ ধ্যান মহিমায়
সদা রয় এই মানব সাথ।
3.
কবি প্রাণের সুরার ধারায়
উত্তাল ধরা আজলা ভরে,
বিলায় সুধা মোর চরণে
আপন স্বরণ বাঁধন তরে।
4.
রূপক প্রতীক আর অলংকার
এ ভেদ জানলে বুঝবে কালাম,
পর্দার আড়ে সত্য মোড়া
তুললে পর্দা ভেদ তামাম।
5.
রূপকেরই আবরণে
বিধৃত সে সত্যবাণী,
বুঝতে তারে পর্দা ফেলে
সত্যটুকু লও টানি।
6.
প্রতীকি আর রূপক হতে
সত্যটাকে বাহির কর,
আবরণীর খোলস ফেলে
সত্যটুকু টেনে ধর।
7.
গ্রন্থ যত বিশ্ব মাঝে
ধর্মের নামে রয় প্রচার,
মানুষেরই তরেই সকল
মানবের গান অনিবার।
8.
সৃষ্টি তোমার গুণের খেলা
গুণ হতেই তো হয় স্বভাব,
স্বভাব যাহার যেমন গতি
তেমনি তার ঘুচবে অভাব।
9.
সদ্গুনের আশ্রিত যারা
তার নাই চিন্তা পারাবার,
অকূল তুফান নিমেষ সুধায়
তরঙ্গ ভেদী হবে পার।
10.
গুণরূপী মোর আত্মা হতে
তোমার স্বভাব হয় প্রকাশ,
আমার সকল চাওয়া পাওয়ায়
পূর্ণ হয় তোমার অভিলাষ।
লেখক – লাবিব মাহফুজ চিশতী