লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
নিদর্শনে গুপ্ত ব্যক্ত
প্রকাশ গোপন দিলে তাই,
সকল রূপের আশ্রয় হতে
সত্য পানে ফিরে যাই।
2.
নিদর্শন তব ধরার মাঝে
রহস্যকে প্রকাশিতে,
রহস্যেরই পর্দা মাঝে
আপন সুধা বিলাইতে।
3.
ত্রিগুণময়ী সত্ত্বা মাঝে
আত্মারূপে মহাজন,
সদ্গুণে তার বিকাশ ধরায়
মানব হৃদয় তার আসন।
4.
আপন আত্মায় বিহার করা
সাত্ত্বিকতায় অনর্গল,
ত্যাজিয়া সব খন্ডিত মন
সত্ত্বায় চিনো মহাকাল।
5.
এই মানবের অন্তর্মূলে
সংরক্ষিত দিল কোরান,
কাগজ কালির বাঁকে বাঁকে
ইশারা তার বর্তমান।
6.
হৃদয় মূলে উচ্চে কোঠায়
রক্ষিত এক ফলকে,
বিধিবাণী নুর কালীতে
জীবন রূপে লেখা থাকে।
7.
আজ ভ্রান্ত জাতি অধঃপাতে
মুসলিম তাহার অন্যতম,
চেতনাহীন অসাড় দেহে
বিবেক শুণ্য জড় সম।
8.
জাগ্রত করো অনন্ত প্রাণ
চেতনার হিমালয়,
স্বার্থ বলির সাহস দাওগো
দূর করো সংশয়।
9.
চেতনা শিখর উচ্চে রেখে
খুঁজো তব আজ নব পরিচয়,
মহান রবের প্রেমাস্পদ তুমি
তোমার তরেই তার সৃজন বিলয়।
10.
পবিত্র মোর পরম আত্মায়
মহামিলন যাঞ্চা মোর,
তোমার চরণ পরশ সুধায়
মৃত প্রাণের জীবন ভোর।
লেখক – লাবিব মাহফুজ চিশতী