আপন ফাউন্ডেশন

অনুকাব্য – নয়ন যদি ঝড়ে গো

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
মনের বাঁধনে যারা বাঁধা পড়ে আছো
আত্মার মহিমা তারা দেখিবে কি করে?
মনের বন্ধন থেকে আগে মুক্ত হও
তবেই আত্মজ্ঞান প্রকাশিবে, ভেতর বাহিরে।

2.
খোদার অনন্ত সাগর প্রেম দিয়ে গড়া
যে সাগরের ঘাটে প্রভূ স্বয়ং মাঝি হয়,
হৃদয় তোমার যদি থাকে প্রেমোধন
তবেই সে তরীতে পাবে স্থান নিশ্চয়।

3.
পরমানন্দ! সেতো প্রভূর মিলনে
পরম প্রভু উঠে যখন হৃদয়ে জাগি,
ধরার সকল সুখ সে চরণ পরশে
অমৃত নদী বয় পদস্পর্শ লাগি।

4.
অনন্ত আকাশে যদি করিবে বিহার
হৃদয়টাকে করো তব বোরাক বাহন,
সে অনন্তে নিত্য তব হৃদয় বিনা
অন্য কিছু না পারে করিতে গমন।

5.
দেহ আর মন আনে কেবলি বন্ধন
প্রেম সেথা খুঁজে ফিরে নিত্যের পথ,
সকল বাধা ডিঙায় কেবল ভালোবাসা
অমর ধামেতে সাজাও চির নিত্য রথ।

6.
নয়নে যদি ঝড়ে গো সদা
প্রেমও ভক্তি অশ্রুজল,
সে আঁখিনীড়ে সদা ভাসে গো শ্রীরূপ
অবারিত রহে প্রভু ব্যাপিয়া সকল।

7.
হৃদয়ের দ্বার যদি খোলা রয় তব
হঠাৎ আসিতে পারে প্রেম অনন্তের,
উন্মুক্ত থাকিলে হৃদয়, সে হৃদয়ে সতত
নাযিল হতেও পারে, শাশ্বত সত্যের।

8.
আমি নয়ন জলে সারানিশি
বাজাই প্রাণবন্ধুয়ার বিরহ বাঁশি
আকুল ও পরাণে,
মন চায় আমার সদায় থাকি
শ্রীরূপ ও দর্শনে ।।

9.
যেজন আছো মোর অন্তরে
এবার দাড়াও আসি বাহিরে
ভিতর বাহির মিলায়ে তোমায় –
অনন্ত রুপে হেরী
আমার আদি হতে অন্তে
আসো ব্যাপী’ দেহমন প্রান্তে,
আমার সকল আমিত্ব মাঝে –
শুধু তোমারেই ধরি।

10.
দূরে দূরে ভালো থাকি
মনে মনে আঁকিবুঁকি
হৃদয়ে হৃদয় রাখিয়া-
দিবানিশি ভালোবাসি
স্বরনে যাতনারাশি
প্রেমোফাঁসি গলেতে বাধিয়া!
ভালোবাসি বলে,
কভূ দূরে নয়, রয়েছি নিতি
তার স্বরন কানন তলে!

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles