লাবিব মাহফুজ
প্রসারিয়া প্রাণ, ওহে ভগবান
প্রাণময় অপরূপে তোমর স্বরণ,
সুধার ও মুকুরে, সুরের ঝংকারে
প্রেমের মাধূরী গীতে, তব আচমণ।
বুলবুল প্রণয়ে রূপেরও মহিমায়
প্রাণের লালিত্যে, তূতীর কাকল ছায়,
বিবস চাঁদনী আলোয়, উদ্যান বাগিচায়
প্রাণের গভীরে বাজে প্রাণেরই বেদন।
হিয়াতে অপরূপ পড়িল যে ছায়া
গোলাপ আবেশে প্রাণে, জড়াইল সে মায়া,
মধূরও রূপছায়, আবেশে প্রাণময়
ক্ষনে ক্ষনে জাগে মনে ঐ চরণও স্বপন।
রচনাকাল – 25/05/2018