লাবিব মাহফুজ
অন্তহীন এক অনাচার রূপে
অবয়বহীন শুণ্যতার নিষ্ঠুর উৎসবে
আদিগন্ত সে বিপুলতায়, নিষ্ঠুরতম প্রাণ
আছিন্ন অন্তরীণ –
সমুদ্র সম গম্ভীর তব অমোঘ উদ্দাম শীর
তমসানীড়ে আপ্লুত প্রাণ, হৃদে, ব্যাথা শুণ্যতার।
আপনারে লয়ে আপন বুকে, আধারেরে করে আপন
শুণ্যতায়, হতাশায়, ব্যার্থতায়, তুমি ভগবান!
রচনাকাল – 10/088/2017