অনুবাদ – লাবিব মাহফুজ
হে অন্বেষী, কোন সুদূরে খুঁজে চলেছো আমায়?
তোমার সঙ্গেই তো অবিরাম বসত আমার!
মন্দির, মসজিদ, কৈলাস কিংবা কাবায়
আমি তো থাকি না –
তেমনি আমাকে খুঁজে পাবে না – তোমাদের
ধর্মানুষ্ঠান কিংবা যোগ – প্রাণায়ামে!
যদি তুমি হয়ে ওঠো সত্যিকারের অন্বেষী
তবেই আমার দেখা পাবে।
অখন্ডকালের নিরবধী মিলন-মাধূর্যে!
কবির বলে, হে সাধু
প্রভুতো আমাদের নিঃশ্বাসের নিঃশ্বাস হয়ে আছেন।