কবিতা – অপরাধ

লাবিব মাহফুজ

লাবিবের শত পাপ ক্ষম দীননাথ
মোর মুনাজাত শুধু তব দয়া তরে,
নাই যদি করো ক্ষমা আজ আমায়
তুমি এত দয়াবান, হলে কি প্রকারে?

লাবিব, নাহি তব ভয়
তব প্রভু কৃপাগুণে,
কূলহীন দরিয়ায়, সংকট সাহারায়
তোমারে লইবে চিনে!

লাবিবের এ যাত্রা পথে, হে মহিয়ান
তুমি হও আগুয়ান, মোর পথের পরে,
জানি তুমি মহিমাধারী, তোমার মহত্ত্ব দিয়ে
চিরকাল, রেখ মোরে, তব চরণ ছায়ার ধারে।

রচনাকাল – 01/01/2018

আপন খবর