কবিতা – তোমা পানে প্রাণ

লাবিব মাহফুজ

আমিতো চেয়ে আছি, আপনার পানে
অনিমেষ দৃষ্টিতে, আকুল আহ্বানে।
অনন্তের পথে
দৃঢ় প্রত্যয়ও সাথে –
পাইতে তোমারে
নয়নও পাতে।
অন্তর হইতে খুঁজিয়া লইবো, প্রতি ক্ষণে ক্ষণে
এ মোর প্রতীতি, তোমারে পাইবো, জীবনে, মরণে।

পরিমলে তব মাতোয়ারা দীল, খুলিব হৃদয় দ্বার
অভিরুচি মোর মরিবে তোমাতে, জন্মিবে পূণর্বার।
ফিরে ফিরে আসিব
শুধু তোমারই পথে –
সত্য, অবধারিত
রহিবে অনন্তে।
শুধু তব তরে পথ চেয়ে থাকা, এ দূর পথের পর
জাগিবে তুমি আপন হতে, হয়ে আপনার কন্ঠহার।

পাইবো তোমারে আমার করে, আমার কুঞ্জবনে
মোর নব কিশলয়ের অর্ঘ্য দানিব, তোমার শ্রীচরণে।
নিঃশব্দের গানে কাটিবে মোদের
নিরব মিলন রাতি –
পুলকে, বেদনায়, জাগিবে প্রাণে
প্রণয় শিখার বাতি।
রহিব বাধা, সারা দিনমান, সারানিশি তব ধ্যানে
মোর হৃদয়ের ধন, হৃদয়ে আমার, রহিবে সর্বক্ষণে।

রচনাকাল – 14/09/2018

আপন খবর