লাবিব মাহফুজ
ওরে নয়ন দিয়া মোর নয়নে
যে অনলে জ্বালাইলি,
আর কোন দেশে আর যাইয়ারে বন্ধু
এ অনল ভূলি।
ও বন্ধুরে
দিয়া কানে যে মন্ত্রনা, বাড়াইলি প্রেম যন্ত্রনা
আমার সুখের জিবন অকূলে ডুবাইলি!
এখন দায় হইলো মোর পরাণ রাখা, সখা বিনে ঘরে থাকা
বিষম জ্বালায় আমারে মারিলি।
ও বন্ধুরে
যে অনল জ্বলিছে প্রাণে, নিভেনা সে ধরার বানে
আমার প্রাণেতে যাতনা নদীর ধারা বহাইলি।
কান্দে লাবিব শ্রীচরণে, বাঁচা মরা তোমার সনে
জ্বালাইয়া দাও রূপেরও দিপালী।
রচনাকাল 12/03/2023