লাবিব মাহফুজ
মা গো তোর ভালোবাসার কন্টকহার
এমনি যেনো কন্ঠে আমার –
জনম জনম দোলে!
তোর শেখানো প্রেমের ফাঁসি
আমি বইবো নিত্য গলে!
কেনো গো মা এমন করে
বাঁধিস সবায়, বুকে ধরে,
কেনো অভিমানে, একাই কেঁদে
মুখ ঢাকিস তুই আচল তলে!
ভালোবাসার তীব্র ব্যাথায়
যখন হৃদয়খানি বিদীর্ণ হয়,
তবু আরো ভালোবাসার আশায়
কেনো ডাকিস সবায় আপন বলে!
মা তোর আশীষ টুকু আমায় দেনা
যেনো সইতে পারি প্রেম যন্ত্রণা –
এইতো মা তোর উপাসনা
আমায় শিখাইলি এমনি ছলে!
রচনাকাল – 08/11/2021