লাবিব মাহফুজ
হে চির উন্নত, চির প্রশান্ত
তব বাণীরে ভেজিলে কল্যাণ মন্ত্র করে,
বঞ্চিত বন্দী অভাগীর তরে
কহিলে ডাকি খুঁজিস কারে নগর বন্দর ঘুরে?
কহিলে রে বন্দী অভাগা তোর তরে
চিরন্তন আমি রয়েছি জাগিয়া সম্মুখ দৃষ্টিপরে,
আঁখি খোল, হে অন্ধ, দেখ চারধারে
সর্বদিকে, সর্বকালে, মূর্ত আমি তব নয়ন গোচরে।
বলিছ তুমি প্রেমিক পানে হে প্রেমময়
ডাকে যে মোরে প্রেমিক হৃদয়ে ত্যাজিয়ে সংশয়,
তার তরে আমি বলি নিরবধী, কৃপা বারিধি পানে আয়
আশেক মাশুকের প্রেম লীলা মাঝে সংশয় নাহি রয়।
হে সদাশয়, তব চরণামৃত লোকে
পারিনা পৌঁছতে, রয়েছি বাধনে, পড়িয়া মায়া কুহকে,
অষ্টপাশ ত্যাজিয়ে যেন হাটি তব করুণাসিক্ত দিকে
হে সর্বময়, স্তব তোমা তরে, রাখিও মোরে তব চরণ আলোকে।
রচনাকাল – 12-08-2014