সংগীত – দিব্যকান্তি ললাটে তব

লাবিব মাহফুজ

দিব্যকান্তি ললাটে তব
প্রেমবহ্নি ওঠে উজ্জলি –
আকাঙ্খানৃত্ত মত্ত মরম মম,
চাহে সে পথে বিসর্জিতে
বাসনাগুলিকে দিতে জলাঞ্জলি।

হে ভক্তিরাজ, তব প্রণয় দানে
চির প্রাণময় সে মধুর বৃন্দাবনে,
হৃদ নৈবেদ্য, ভক্তি অর্ঘ্য হৃদয় উৎসারী
অর্পিতে বাসনা রাঙা পায় –
মম সাধন আরতি তোমা তরে ঢালি।

প্রেমে যে পথে হোমানলে দগ্ধ হয়ে প্রাণ
উছলি ওঠে তব নাম খানি, মর্তে স্বর্গ ধ্যান।
হয়ে চঞ্চল, বহে আঁখিজল
গাথিয়া মাল্যদল, কন্ঠে আলিঙ্গনে –
গঙ্গা যমুনা শত ধারা সম বহিয়া চলিছে
তোমারী মমতাময়ী ইন্দ্রজাল।
যেথা মোর সুপ্ত তরনী খানা, ভাসিছে আপনা
এড়ায়ে কাল ভুজঙ্গ ফনা, হৃদ কৈলাসে অটলি।

রচনাকাল – 11/11/2014

আপন খবর