কবিতা – শ্যামার্ত প্রাণ

লাবিব মাহফুজ

অনন্ত কোটি ব্রহ্মান্ড সকল
সৃষ্টি আদি, শুণ্য-জল-স্থল
সর্বতটে, সর্ব ঘটে –
প্রকাশিছ হে রঘুপতিরূপধারিন,
ভরিয়া সকল অমৃত নিকুঞ্জে
তিয়াসা বাধিয়া সব বাসনা পুঞ্জে
বিশুদ্ধ হৃদ মঞ্জিলে, খুঁজিয়া ফিরিছ
করিতে চয়ন, অনন্ত লীলা, করিতে রূপধ্যান।

হে গৌরাঙ্গ শ্যামার্ত প্রাণ –
গোকূলের শ্রী হরি, আধার বিদারী
হৃদ পদ্মে আসিয়া প্রেমে করিও গাহন।
গোলক বিহারী, অনন্ত অবতারী
যমুনাচারী হে, সৃষ্টি স্বর্গ অবধারী
হরি নাম প্রেমও জোড়ে প্রাণ করিয়া কর্ষণ
জাগাও আচ্ছন্ন এই শ্যামার্ত প্রাণ।

রচনাকাল – 24/010/2014

আপন খবর