লাবিব মাহফুজ
দয়াল গুরু গো
শ্রীচরণে আমার এ মিনতী
হৃদয়ে দাও প্রেমও সুধা
প্রাণে দাও রূপেরও জ্যোতি।
যে প্রেম ধরার আদি কারণ
প্রেমেতে হয় জন্ম মরণ গো
ও সেই প্রেম বিহনে সব অকারণ
ওরে বৃথা সকল আরতী।
জল বিনা মীন থাকে যেমন
মাশুক বিনা আশেক তেমন রে
শুক-সারি আর রাধার কীর্ত্তন
ওরে কৃষ্ণ বিনা দূর্গতি।
কান্দে লাবিব নিশিদিনে
পারঘাটার কঠিন নিদানে গো
দয়াল হিমেল শাহ’র ঐ চরণ বিনে
ওরে নাই আমার কোন গতি।
রচনাকাল 16-11-2023