লাবিব মাহফুজ
বিশ্বাসী গণ শুনরে শুন
ভবের মায়ায় থাকবি কদিন
কুরিপুর তাড়নায় –
রাখলে রোজা হবি সোজা, নফসে মুৎমাইন্নায়।
দেহের ভিতর শয়তান হাসে, নফসে আম্মারায় বসে
সকল ঈমান পড়বে খসে, ওর প্রচারনায়।
আম্মারা আর হায়ানীতে, বাধা যে দেয় ইনছানিতে
মোৎমাইন্না চায়যে পেতে, কায়েম কলেমায়।
ঠিক রাখ ভাই তোমারি মন, ভব পাড়ে যাবি যখন
নবী বিনে কেউ নাই তখন, ত্বরাবে তোমায়।
শয়তানের দাসত্ব ছেড়ে, আল্লাহ আল্লাহ জিকিরে
ফিরে আয় মন কুরিপু ছেড়ে, আব্দুল্লায় জায়গায়।
রচনাকাল – 17/10/2009