প্রবন্ধ – রাসুল পাক (স.) এর বেলাদত মোবারক

লেখক – লাবিব মাহফুজ চিশতী

দৃশ্যমান ও অদৃশ্য সমগ্র জগৎটাই নূরে মোহাম্মদীর বিকাশের ক্ষেত্র। এখানে প্রতি অণুতে প্রতি পরমাণুতে প্রতিনিয়ত মাওলিদুন্নবী উদযাপিত হচ্ছে। জগতে প্রতিটি ফুলের প্রস্ফুটিত হওয়ায়, প্রতিটি বীজের অঙ্কুরোদ্গমে, প্রতিটি জীবের স্পন্দনে, প্রতিটি অণুর অনুরণনে নিয়ত গীত হচ্ছে নবী (সা) এর দুরুদ, মিলাদুন্নবী (সা)। প্রতিটি সৃষ্টিই নূরে মোহাম্মদীর এক একটি দেহধারণ। আমাদের লক্ষ্যে, অলক্ষ্যে উদযাপিত হচ্ছে মিলাদুন্নবী, অনন্ত কাল হবে। সে অনাদী কালের শাশ্বত সুরে সুর মিলিয়ে আমরাও গেয়ে উঠি –

তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল – ওয়া’দা
ওজাবাশ শুক’রু আলাইনা
মা দা আ লিল্লাহি দাআ।
আইয়্যু হা’ল মাবউ’ছু ফিনা
জিতা বিল – আম্রিল – মু’তা
জি’তা শার’রাফ তা’ল – মদিনা
মারহাবান ইয়া খাইরা দা’।

পূর্ণিমার চাঁদ আমাদের কাছে এসেছে। তাঁর প্রতি অসীম কৃতজ্ঞতা। যতদিন আল্লাহকে ডাকার মতো একজনও অবশিষ্ট থাকবে, ততদিন তোমার জালওয়া, তোমার মর্যাদা মধ্যগগণের সূর্যের মতোই দীপ্তিমান থাকবে। তোমার আদেশ উপদেশ জারী থাকবে। তুমি আমাদের জন্য এনেছো মর্যাদা। তোমাকে স্বাগত!!! আমাদের সঠিক পথ দেখাও।

রচনাকাল – 04/04/2019
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর