কবিতা – আমার রথ

লাবিব মাহফুজ

হেসেছিলাম আমি, ফুটেছিল তাই
গোলাপ হাস্নাহেনা,
আমার প্রাণের কান্না, সহিতে না পারি
বয়ে গেলো গঙ্গা যমুনা!

আমি হেরী বলে সকল সুন্দর
আমার বোধির দ্বারে,
আমি লভি বলে সুখ দুঃখ সব
আমাতেই নিতি কেঁদে ফিরে!

তুমি! সেও তো আমারই
নিত্য আমি হও,
মোর নয়নে নিজেরে দেখিবে
তাইতো জেগে রও!

তোমার সাধনায় সাজাইলে মোরে
বাহিরিতে জগৎ পথে,
এথা নেই কোনো জগৎ, শুধু তুমি আমি
চলিতেছি “আমির” রথে!

রচনাকাল – 27/05/2018

আপন খবর