লাবিব মাহফুজ
মধূরও ওই রূপ সুন্দর
হৃদয়ে জাগে মনোহর,
মায়া জাগালো নয়নে – বন্ধুরে
কেমনে ভুলিব ও রূপ জিবনে।
জিবনও বসন্তে বন্ধু, আসিলে এই হৃদয়ে
করিয়া উজালা এ মন, এ প্রাণ মোর মাতায়ে।
চরণও তলে তোমার, বিছাইলাম এ অন্তর
সঁপিলাম আমারে রাঙা চরণে।
প্রেমময় হয়ে বন্ধু প্রেমহীনার তরে
উদয় হলে এ অভাগার, ধ্যানের স্বরণ পাড়ে।
চরণ দিশার আলোকে, আমায় লয়ে গোলোকে
ব্রজধাম সাজাইও হৃদ কাননে।
রচনাকাল – 12/10/2018