লাবিব মাহফুজ
রিক্ত আমায় রাখবে কি আর
সিক্ত করে ভালোবেসে,
আমায় শক্তকরে বাঁধবে কি আর
পোক্ত তব বাহুর পাশে!
কাছে এসে জড়াবে কি
আঁচল আমার নাঙা প্রাণে,
আমার পর্ণকুটির ভাসাবে কি
বাঁধনহারা আলোর বানে!
আসবে কি গো অভিমানী
নিত্য প্রেমের পসার টানি,
হারিয়ে দিয়ে আবার আমায়
প্রেম বাসরে, উন্মত্ততায়-
জোর করে মোর হিয়ার তলে
ভালোবাসার বন্যা আনি!
আসো আবার অভিমানী!
আসো মোর দন্ডধারী রজকীনি!
যেনো আবার কাঁদি ব্যাথাভুলে
প্রেম সলিলে ডুবি ফের,
আর একটি বার জোর করে গো
দাও বাধন ঐ প্রেম কারার!
কাঁদি আবার পরাণ ভরে
কপাল পরে চুমুর ভারে,
দুর বিহগের সুরে গাওয়া
একটু আসা একটু যাওয়া –
একটু ছোঁয়ায় আগলে রাখা
অনুভবের আধার ঘরে।
পারলে আরো রেখ ধরে
যদিও হারাই চিরতরে!
তুমি যেমন তেমন করেই
তোমার ভালোবাসা আমায় দিও,
আমার পাষাণ আমার বুকেই
জনম জনম কাঁদুক প্রিয়।
রচনাকাল – 14/12/2016