লাবিব মাহফুজ
এ মোর নিবেদন
দলিত বকুল সম;
চরণে জড়ানোর আকুলতা!
সমর্পণের এক দূর্ণিবার তৃষ্ণা!
আমায় স্থির হতে দেয়নি এক সহস্র শতাব্দী!
ভোরের বাতাসে হিজলের ঘ্রাণ বয়ে
ভিড়েছি দরজায় দরজায় –
প্রত্যাখ্যাত হওয়ার অভিনবত্বে –
মুগ্ধ হয়েছি বারবার!
তবু আমি – ঠায় দাড়িয়ে থেকেছি
ঝড়া শিউলীর মালাখানি হাতে নিয়ে।
নিজেকে বিলিয়ে দেয়ার নির্লজ্জ মোহ আমায়
তাড়িত করেছে বারংবার –
অশ্রান্ত গতিতে মন্থন করে গেছি
অনুভূতির সাত সমুদ্র!
নিজেকে প্রেম পূজার দেউলে
উৎসর্গ করার ব্রত আমার –
খড়গ হাতে তাই প্রচুর পুরোহিত
আমায় ডেকে নেয় – পূজাবেদীতে! বলিকাষ্ঠে!
এতেই তো আমার স্বার্থকতা!
বারবার আকুল হয়ে ডেকে ফিরি
কি যেনো বলার আকুতিতে!
ভিজে আসে হৃদয়ের সাত আসমান!
নিলাজ নিবেদনে – হ্যাঁ – নির্লজ্জ’ই বটে!
হৃদয়ের প্রেমের দেবতা ঠিকই জানে
কত পবিত্র এ সমর্পণ!
কত আঁখিজলের পিচ্ছিল পথে প্রিয় সদা করি
তোমার আচমন!
রচনাকাল – 19/11/2020